বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী কর্ণার
|
cÖfvwZ kvLv: 28/11/2021 wLª. mKvj: 10.00 Uv †_‡K 11.30 Uv|
* w`ev kvLv: 28/11/2021 wLª. `ycyi: 12.00 Uv †_‡K 01.30 Uv|
প্রতিষ্ঠানের ইতিহাস
এ্যাপটাচ পলিটেকনিক ইনস্টিটিউট, দিনাজপুর। এ্যাপটাচ সাইন্স এ্যান্ড টেকনোলজি ফাউন্ডেশন এর একটি অঙ্গ প্রতিষ্ঠান। যা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা কর্তৃক অনুমোদিত ও নিয়ন্ত্রিত। প্রধানতঃ বিভিন্ন ডিগ্রি, ডিপ্লোমা ও কারিগরি শিক্ষায় দক্ষ জনবল তৈরী সহ অন্যান্য প্রয়োজনীয় ও জনপ্রিয় কোর্স পরিচালনার লক্ষ্যেই এই প্রতিষ্ঠানের জন্ম হয়। ২০০১ সাল থেকে গুটি গুটি পায়ে আজ দিনাজপুরের এ্যাপটাচ বিভিন্ন শিক্ষা মূলক প্রোগ্রাম পরিচালনায় সুনাম অর্জন করেছে। ২০০২ সালে কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক বিভন্ন কম্পিউটার কোর্স পরিচালনার অনুমোদন লাভ করে এবং ২০০৬ সালে ৪ (চার) বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স পরিচালনার অনুমোদন পায়। বর্তমানে প্রতিষ্ঠানটি উত্তরাঞ্চলের তথা বৃহত্তর দিনাজপুরে একমাত্র আধুনিক প্রাইভেট পলিটেকনিক হিসেবে মাথা উঁচু করে দাড়িয়ে থাকার দৃঢ় প্রত্যাশা করেছে।
...আরও দেখুন