প্রতিষ্ঠানের ইতিহাস
এ্যাপটাচ পলিটেকনিক ইনস্টিটিউট, দিনাজপুর। যা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা কর্তৃক অনুমোদিত ও নিয়ন্ত্রিত। প্রধানতঃ বিভিন্ন ডিগ্রি, ডিপ্লোমা ও কারিগরি শিক্ষায় দক্ষ জনবল তৈরী সহ অন্যান্য প্রয়োজনীয় ও জনপ্রিয় কোর্স পরিচালনার লক্ষ্যেই এই প্রতিষ্ঠানের জন্ম হয়। ২০০১ সাল থেকে গুটি গুটি পায়ে আজ দিনাজপুরের এ্যাপটাচ বিভিন্ন শিক্ষা মূলক প্রোগ্রাম পরিচালনায় সুনাম অর্জন করেছে। ২০০২ সালে কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক বিভন্ন কম্পিউটার কোর্স পরিচালনার অনুমোদন লাভ করে এবং ২০০৬ সালে ৪ (চার) বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স পরিচালনার অনুমোদন পায়। বর্তমানে প্রতিষ্ঠানটি উত্তরাঞ্চলের তথা বৃহত্তর দিনাজপুরে একমাত্র আধুনিক প্রাইভেট পলিটেকনিক হিসেবে মাথা উঁচু করে দাড়িয়ে থাকার দৃঢ় প্রত্যাশা করেছে।
...আরও দেখুনকোর্সের গুরুত্ব
ইঞ্জিনিয়ারিং শিক্ষার মধ্যস্তর হলো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। এ স্তরের লক্ষ্য হল তাত্বিক ও ব্যবহারিক ভাবে সমান দক্ষতা অর্জন করা। তাই এস.এস.সি পাশ করা মেধাবি ছাত্র-ছাত্রীদের কোনরূপ ঝুঁকি না নিয়ে আগে ভাগেই ডিপ্লোমা প্রকৌশলে ভর্তি হওয়া অত্যন্ত যুক্তিসংগত। স্বাভাবিক ভাবেই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং অর্জনকারীরা অপেক্ষাকৃত অনেক বেশি ব্যবহারিক জ্ঞানের অধিকারি হতে পারে এবং বাস্তব কর্মকান্ডের অধিকতর দক্ষ্য হতে পারে এ বিষয়ে বর্তমান সময়ের অভিভাবক ও শিক্ষার্থীদের ধারণা অনেক স্পষ্ট। নিশ্চিত ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে এস.এস.সি পাশ শিক্ষার্থীদের ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির জন্য অত্র প্রতিষ্ঠান স্বাগত জানাচ্ছে।
...আরও দেখুন